ভর্তিচ্ছুদের সহায়তায় কুবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ।

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ১ বছর আগে

শুক্রবার (১০মে) অনুষ্ঠিত গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তিচ্ছুদের ব্যাগ, বই,ফোন, ঘড়িসহ বিভিন্ন জিনিসপত্রের নিরাপত্তা এবং পানি ও শরবত সরবরাহ করে সার্বক্ষণিক ভর্তিচ্ছুদের পাশে ছিল ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ।
প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তা দিয়ে পাশে ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে বুথ স্থাপনের মাধ্যামে নানাবিধ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে সংগঠনটি । সার্বিক তত্বাবধানে ছিল সংঠনের সভাপতি তাওহীদ হোসেন সানি এবং সাধারণ সম্পাদক মো: শাহিন মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি তাওহীদ হোসেন সানি স্টুডেন্ট’স আই কে জানান, “ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিবারের মতো এবারও ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। আমাদের কার্যক্রম শুরু হয় পরীক্ষার দুই একদিন আগে থেকেই। দূরদূরান্ত থেকে অনেকেই আগে চলে আসে, আমরা তাদের খাবার এবং রাত্রিযাপনের ব্যবস্থা করেছি। ‘নিরাপত্তা বুথ’ স্থাপন করেছি। এই বুথের মাধ্যমে আমরা বিনামূল্যে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আসা ফোন, ঘড়ি, ব্যাগ, বই এগুলা জমা রেখেছি, অভিভাবকদের জন্য বসার জায়গা, নিরাপদ পানি এবং সরবতের ব্যবস্থা করেছি। এর মাধ্যমে এই তীব্র দাবদাহে আশা করি পরীক্ষার্থী এবং তাদের সাথে আসা অভিভাবকদের কষ্ট লাঘব করতে চেষ্টা করেছি। ”
ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: শাহিন মিয়া স্টুডেন্ট’স আই কে জানান ” প্রতিবারের ন্যায় আমরা এইবারও শিক্ষার্থীদের সহায়তার জন্য নিরাপত্তা বুথ স্থাপন করেছি,এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মোবাইল, ঘড়ি, ব্যাগ রাখার ব্যবস্থা যেমন করে থাকি তেমনিভাবে অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, খাবার পানির সরবরাহের ব্যবস্থাও করে থাকি। সামনেও আমাদের এই সেবা চলমান থাকবে। যারা বিভিন্নভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন তাঁদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ মামুন জানান, “বরাবরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ একনিষ্ঠতার সাথে ভর্তি ইচ্ছুক বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি, কেন্দ্রে পৌঁছানো, শিক্ষার্থীদের মোবাইল, ঘড়ি, মানিব্যাগ এবং বইপত্র বিনামূল্যে সংগ্রহ হয় করা হয় এবং পরীক্ষা শেষে অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের মালামাল বুঝিয়ে দেওয়া হয়। তাছাড়াও শিক্ষার্থীদের সাথে যে সকল অভিভাবক আসে তাদেরকে বসার জন্য চেয়ার, ঠান্ডা পানি সহ বিভিন্ন মানবিক সহযোগিতা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ, শুরু থেকে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বছরব্যাপী, তারই ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষা কে কেন্দ্র করে আমরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেটের পাশে অস্থায়ী বুধ করে সবাইকে সেবা দিয়ে থাকি। তাছাড়াও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র কল্যাণ পরিষদ পরবর্তীতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের মাঝেও নানারকম সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ। আশা রাখছি আমাদের কার্য পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আমাদের এই মানবিক সহযোগিতা আরো আকারে সবার মাঝে পৌঁছে দিতে পারব। এ সকল সেবা সুচারুরূপে পালন করার জন্য এক যাক তরুণ তরুণী একনিষ্ঠতার সাথে তাদের কাঁধে অর্পিত দায়িত্ব দৃঢ়তার সাথে পালন করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পরামর্শ অনুযায়ী আমরা সু-শৃংখলভাবে আমাদের দায়িত্ব পালন করছি, এত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সেবায় ভর্তির স্বাগত শিক্ষার্থী এবং তাদের পরিবার পরীক্ষা কেন্দ্রে এসে স্বস্তি পাচ্ছে।”