শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পদত্যাগ করলেন হলের আবাসিক শিক্ষক

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ১ বছর আগে

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সালমা আক্তার উর্মি।

সোমবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সালমা আক্তার উর্মি স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে এ বিষয়টি জানা যায়।

পদত্যাগপত্রে তিনি জানান , আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল এর হাউজ টিউটর পদে অদ্যবধি দায়িত্ব পালন করছি। গতকালকে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অনাকাক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক দায়িত্ব পালনে আমি অনিরাপদ বলে মনে করছি। এমতাবস্থায়, আমি প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি। তবে আমি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার করছি।
এছাড়াও চিঠিতে বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি।
পদত্যাগের বিষয়ে সালমা আক্তার উর্মি স্টুডেন্টস আইকে বলেন, গতকাল আমাদের শিক্ষকদের উপর সাবেক শিক্ষার্থী হামলা করেছে৷ এমন পরিস্থিতিতে নিজেকে নিরাপদ মনে করছি না। তাই আবাসিক শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছি।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বিভিন্ন মামলার আসামী ও জেলখাটা ব্যক্তি বিপ্লব দাস,আমিনুর (বিশ্বাসের ছাত্রত্ব নেই বিশ্ববিদ্যালয়ে), পার্থ সরকার (নিজেকে ফিন্যান্সের শিক্ষার্থী বলে দাবি করেছিল কিন্ত কোন সেশনের শিক্ষার্থী জানতে চাইলে সে তা বলেননি), ইকবাল খান ( ইভিনিং এ ভর্তি হয়েছেন), রেজা-ই-এলাহী ( দীর্ঘ ৮/১০ বছর ক্যাম্পাসে ইভিনিং এর কোর্সে ভর্তি হয়েছেন) । অন্যদিকে রকিবুল ইসলাম রকি, মুশফিকুর রহমান তানিম , আল মাসুম হোসেন ও ছাত্রলীগের বিভিন্ন নেতারা ভিসি,প্রক্টর ও কোষাধ্যক্ষের ইন্ধনে সাধারণ শিক্ষকদের উপর হামলা চালায় যা বিভিন্ন সিসিটিভি ফুটেজ এ ধরা পড়ে।