ভর্তিচ্ছুদের সহায়তায় এগিয়ে আসেন দুই স্বেচ্ছাসেবক সংগঠন বিএনসিসি ও রোভার স্কাউট

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুর্তিচ্ছুদের সর্বাত্মক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের সহযোগী দুই সংগঠন বিএনসিসি ও রোভার স্কাউট।

শনিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা।

সরেজমিনে দেখা যায়, পরীক্ষাকে ঘিরে ভুর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের সহযোগিতা করেছে সংগঠন দুটির সদস্যরা। নিজস্ব হেল্প বুথে পরীক্ষার্থীদের জিনিসপত্র রাখা, তথ্য দিয়ে সহায়তা করা, পরীক্ষার হল দেখিয়ে দেয়াসহ পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তারা ছিলেন সদা সোচ্চার।
বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী বলেন,
জ্ঞান ও শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত এবং স্বেচ্ছাসেবী এর চেতনায় উদ্ধুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেটগণ
প্রতি বছরের ন্যায় এবছরও গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এ ১৩টি ভর্তি পরিক্ষার কেন্দ্রে এবং কোটবাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় পর্যন্ত বিভিন্ন ট্রাফিক পয়েন্টে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পরিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জমা রাখার জন্য বিএনসিসি ও রোভার এর সমন্বয়ে হেল্প ডেস্ক এর ব্যবস্থা করা হয়। ক্যাডেটগণ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করেছে। সুশৃঙ্খলভাবে আজকে প্রথম দিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সামনের পরীক্ষাগুলোতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে।
সিনিয়রর রোভারমেট মো. তোফাজ্জল হোসেন জানান, প্রতিবছরের ন্যায় এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সেবা দেয়ায় আমরা প্রস্তুত ছিলাম। অন্যান্য বছরের তুলনায় এবার আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। পরীক্ষার্থীদের সেবা দেয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা পরীক্ষার্থীদের আসন বিন্যাস খুঁজে দেয়া, চেকিং করা, বিভিন্ন দিক-নির্দেশনসহ যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা করে সেবা দিয়েছি। আমাদের এই কর্যক্রম সমসময়ই অব্যাহত থাকবে।