সড়কে যানজট নজরদারিতে রাখবে ড্রোন

লেখক: তাওসিদ আলম তাজিম
প্রকাশ: ২ years ago

সড়ক দুর্ঘটনা ও যানজট এড়াতে এবারের ঈদযাত্রায় দূরপাল্লার সড়কগুলোতে যানজট সহনীয় রাখতে ড্রোনের সহায়তা নেবে হাইওয়ে পুলিশ। প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে সরেজমিনের চিত্র দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, কোনো একটি মহাসড়কে হঠাৎ যানজট সৃষ্টি হলে আশপাশের সড়কের অবস্থা ড্রোনের মাধ্যমে লাইভ (সরাসরি) দেখে কমান্ড দেওয়া যাবে সেখানকার পুলিশ সদস্যদের।

সারাদেশে গুরুত্বপূর্ণ মহাসড়কের যানজটপ্রবণ স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। এর মধ্যে ঢাকার অন্তত ছয়টি পয়েন্ট নিয়ে রয়েছে সবচেয়ে বেশি দুশ্চিন্তা। অবশ্য এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের মাঝে একদিন বাদে টানা ১০ দিন ছুটি মিলতে পারে। ফলে ধাপে ধাপে যাত্রীরা গন্তব্যে যাবেন, এতে স্বস্তি মিলতে পারে ঈদযাএায়।
মহাসড়কে যানজটপ্রবণ ১২২ স্পট হাইওয়ে পুলিশের পহ্ম থেকে বলা হচ্ছে,