অসময়ের ব্যাকুলতার
দুঃসহ কালে,
মাথায় কত-শত
কুমন্ত্রণা চলে।
যখন সময়কে নিয়ন্ত্রণ
করা দায়,
অপ্রত্যাশিত উৎকন্ঠা
মনে ঠাঁই পায়।
অনিশ্চিত আগামীর
দুর্ভাবনায়,
সকল কার্যকলাপ
বিগড়ে যায়।
শুভাকাঙ্খী হতে প্রাপ্ত
পরম হেলায়,
উদ্দেশ্যহীনের ন্যায় ছুটতে
হয় অবেলায়।
স্তব্ধ ভাবাবেশ তখন
কর্পূরের মতো উড়ে,
পরিশ্রান্ত হৃদয়ের মনস্তাপ
কেবল বাড়ে।