ইডেন মহিলা কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপিত –

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে আমাদের দেশকে স্বাধীন ঘোষণা করা হয়। যেটি ছিলো বাংলাদেশের মুক্তিসংগ্রামের সূচনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে

বেতারযোগে স্বাধীনতা ঘোষণা করেন। এ ঘটনার পরপরই তিনি গ্রেফতার হন পাক হানাদার বাহিনীর হাতে। তৎক্ষনাৎ তাঁকে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেয়া হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। সুদীর্ঘ নয় মাস যুদ্ধের ফলাফল স্বরুপ আমরা পাই চির আকাংখিত স্বাধীনতা।
এই প্রতিপাদ্যে আজকে ইডেন মহিলা কলেজে উদযাপিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক ও বেগম রোকেয়া পদক প্রাপ্ত অধ্যাপক মাহফুজা খানম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ ড. মমতাজ সাহানারা, আলোচক অধ্যাপক জাহানারা বেগম এবং সভাপতি অধ্যক্ষ ফেরদৌসী বেগম।
বীর মুক্তিযোদ্ধা মাহফুজা খানম তাঁর বিস্তৃত এবং দিকনির্দেশনামুলক বক্তব্যে তুলে ধরেন মুক্তিযুদ্ধে নারী সমাজের ভূমিকা। তিনি আরও বলেন এ বিশ্বের সকল কিছুতেই নারীদের ভূমিকা রয়েছে। উল্লেখ্য তিনি মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনীদের অপচেষ্টার কথা বলেন এবং রাজাকারের শাস্তির ব্যাপারে বাংলাদেশ সরকারের সফলতার কথাও বলেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। অধ্যাপক জাহানারা বেগম তাঁর বক্তব্যে বাঙালির স্বাধীনতার ইতিহাস বিস্তারিত বর্ণনা করেন। সভার এক পর্যায়ে রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হয়।
সবশেষে অধ্যক্ষ ফেরদোসী বেগমের সম্মহোনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আর এভাবেই পবিত্র রমজান মাসের মধ্যেও ইডেন মহিলা কলেজে ছোট পরিসরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়।