রমজান মাস উপলক্ষ্যে নিজ ক্যাম্পাসে খেজুরের ব্যবসা শুরু করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোঃ শহিদুল ইসলাম। তার প্রচেষ্টায় স্বল্প মূল্যে ভাল মানের খেজুর পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করা হয় এই খেজুর। সব রকমের খেজুর রয়েছে শহিদুল এর কাছে । এসব খেজুরের মধ্যে রয়েছে দাবাস, জিহাদি, নাগাল,বরই, মাশরুক ও মরিয়ম খেজুর । এগুলোর মধ্যে মরিয়ম খেজুর সবচেয়ে দামি যা প্রতি কেজি ৯০০ টাকা এবং অল্প দামের খেজুরের মধ্যে রয়েছে জিহাদি খেজুর যার মূল্য প্রতি কেজি ৩২০ টাকা। বর্তমান ক্যাম্পাসে খেজুরের জন্য সবচেয়ে পরিচিত ব্যক্তি শহিদুল। ফেইজবুক পেইজ থেকে অনলাইন ও অফ লাইনে চলছে তার জমজমাট খেজুর ব্যবসা। শহিদুল এর খেজুরের মান খুবই ভাল বলছে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা। ক্লাস চলাকালীন ব্যবসা অনুষদের পাশে এবং বন্ধকালীন সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গার খেজুর বিক্রি করেন শহিদুল।
এই সম্পর্কে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশরাফুল হাসান জানান, আমি শহিদুল এর কাছ থেকে খেজুর কিনেছি, অল্প দামে ভাল মানের খেজুর। আমার বন্ধু শহিদুল ভাল উদ্যোগ নিয়েছে। এ ধরনের উদ্যোগ তাকে পরবর্তীতে সফল উদ্যোক্তা হতে উৎসাহিত করবে। ছাত্রাবস্থায় সে যেমন আর্থিকভাবে লাভবান হতে পারবে একইভাবে তার এই অভিজ্ঞতা ভবিষ্যতে তার ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। আমার বন্ধুর এমন উদ্যোগে আমরাও অনুপ্রাণিত হয়েছি।
খেজুরের ব্যবসা নিয়ে মোঃ শহিদুল ইসলাম জানান আমি সবসময় চেয়েছিলাম নিজে কিছু একটা করার। সেই চিন্তা ভাবনা থেকেই মূলত এই খেজুর ব্যবসা শুরু করি । বাবা-মা আমাকে সেই ছোট বেলা থেকে পড়াশোনার খরচ চালিয়ে আসছে। আজ আমি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছি। এখন আর মন চায় না বাবা মার কাছ থেকে প্রতি মাসে মোটা অংকের টাকা আনতে।আলহামদুলিল্লাহ খেজুরের ব্যবসার মাধ্যমে আমি আমার নিজের খরচ চালিয়ে যেতে পারছি। ব্যবসার কাজে সিনিয়র, জুনিয়র,শিক্ষক ও সহপাঠীরা সবসময় আমার পাশে থেকে সব ধরনের সহযোগিতা করেছে। আমি অল্প দামে ভাল মানের খেজুর বিক্রি করি এবং সামান্য লাভ করি এতে আমার খেজুর বিক্রির চাহিদা অনেক বেড়েছে।
ভবিষ্যতে পরিকল্পনা সম্পর্কে শহিদুল জানান, খেজুর ব্যবসার পাশাপাশি মধু, হানি নাট ও বাদাম ইত্যাদি পণ্যসামগ্রী বিক্রি করার পরিকল্পনা আছে। সবার কাছ থেকে ভাল রেসপন্স পেলে শীঘ্রই আমি আমার নতুন ব্যবসা চলু করবো। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অল্প দামে ভাল দ্রব্য সামগ্রী পাবে।