কবিতা : অবহেলা
লেখায় : নূরজাহান রেশমা
শিক্ষা প্রতিষ্ঠান : চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ
আমি যাকে নিয়ে বাঁচতে চাই
সে আমাকে চিরতরে একা করে দেয়।
আমি যার আপন হতে চাই
সে আমাকে পর করে দেয়।
আমি যাকে বিশ্বাস করি
সে আমার বিশ্বাস ভেঙে দেয়।
আমি যাকে আঁকড়ে ধরতে চাই
সে আমাকে ছুঁড়ে ফেলে দেয়।
আমি যাকে নিয়ে স্বপ্ন বুনতে চাই
সে আমার স্বপ্ন বুনার সুতো ছিঁড়ে যায়।
আমি যার কাছে দূর্বলতা প্রকাশ করি
সে আমার দূর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে।
যার কাছে ঠাঁই চাই
সে আময় নিঃস্ব করে দেয়।
যাকে ভালোবাসতে চাই
সে ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দেয়।
যাকে ঘিরে বাঁচতে চাই
সে বাঁচার ইচ্ছেটাই শেষ করে দেয়।