প্রতিনিধি আহবান -দ্যা স্টুডেন্ট আই

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

প্রিয় সতীর্থ, আন্তরিক শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি একঝাঁক প্রাণবন্ত তারুণ্যের ঐক্যবদ্ধ প্রয়াসে এবার সামনে আসছে ‘দ্যা স্টুডেন্ট’স আই’ নামক একটি সৃষ্টিশীল প্রচার মাধ্যম। যেখানে থাকবে দেশের প্রতিটি শিক্ষাঙ্গনের প্রতি মুহুর্তে খবর, তারুণ্যের দ্রোহ, প্রেম- বিরহের ঘটনাপঞ্জি আর সৃষ্টিশীল চিন্তা’র প্রকাশ। এই যাত্রার সারথি হতে আসুন আপনার ভাবনাগুলো নিয়ে, একসাথে হাঁটবো, পৌঁছাবো শিখরে।

যোগ্যতা-
১- বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে সর্বনিম্ন মাধ্যমিক থেকে শিক্ষার্থী আবেদন করতে পারবে।
২- সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।
৩- অনৈতিক কিংবা অপরাধ মূলক কাজে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।
৪- সৃষ্টিশীল চিন্তা করতে হবে।

আবেদন ফর্ম: https://forms.gle/SnzWjYcWaLhmYT7s6

আবেদন ফর্ম পূরণের শেষের আমাদের গ্রুপের লিংক পাবেন সেখানে জয়েন হবেন। ধন্যবাদ

যোগাযোগ:
মোবাইল: ‪+880 1797‑442717‬
মেইল: news@thestudentseye.com