অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে তরুণ কবি ফাহিম মুনতাসির এর কাব্যগ্রন্থ “উ ৎ স র্গ”।
কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে নির্বাণ প্রকাশনী।
রূপম ধর এর প্রচ্ছদ অলংকরণে বইটির মূল্য ধরা হয়েছে ২৪০ টাকা। বইটি উৎসর্গ করেছেন কবি তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ দুই বন্ধুকে যাঁদের নিজের অংশ মনে করেন বা যাঁদের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পান; মুহয়ী শারদ এবং সানিউর রহমানকে।
বইমেলায় লিটল ম্যাগ চত্বরে নির্বাণ প্রকাশনীর ১৬ নং স্টলে বইটি ২৫% মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে বলে প্রকাশক মনোয়ার হোসেন জানান। এছাড়াও
বইটির পরিবেশক হিসেবে থাকছে গণপ্রকাশন (২৯৮ নং স্টল), স্বনির্ভর প্রকাশ (৬১৫ নং স্টল) এবং সোনালী সকাল।
বইটির মুখবন্ধ লেখেন তিতাস পাড়ের আরেক তরুণ কবি হুমায়ুন কবির। বই প্রসঙ্গে কবি হুমায়ুন কবির বলেন, “বহুগুণের অধিকারী ফাহিম মুনতাসিরের নতুন কবিতার বই আসছে, খবরটি আমার জন্য আনন্দের। তরুণ প্রজন্মের এই লেখকের লেখার মধ্যেই প্রকাশ করে দেশ ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার বিষয়টি। আমাদের সমাজে লেখকরা যখন ফুল পাখি আর প্রকৃতির রূপ বন্দনা করে নিজদের পিঠ বাঁচিয়ে চলতে পারদর্শী, তার বিপরীতে এই তরুণ মানুষের দৈনন্দিন জীবনের দুঃখ-ক্লেশ, যাতনাকেই করেছে কবিতার বিষয়। তিনি আমাদের আধুনিক সুকান্ত ভট্টাচার্য্য, এই কবির সফলতা কামনা করি।”
বই প্রকাশের বিষয়ে কবি ফাহিম মুনতাসির জানান, “কবিতা লেখার উদ্দেশ্যে লেখা শুরু করিনি। ছোট বেলা থেকেই মনের গহীনে উঁকি দেওয়া শব্দগুচ্ছ একত্রিত করে প্রকাশ করেছি। আমরা সকলেই জানি সৃষ্টির অনাদিকাল থেকে ছন্দের কারুকার্যে বিমুখীত হয়েছে মানুষ বারংবার। প্রতিটি দেবদূত থেকে জগদীশ্বর সকলেই প্রাধান্য দিয়েছেন ছন্দকে। ধর্মগ্রন্থের শ্লোক কিংবা নাটকের সংলাপ। এই ধারাকে আরো বিস্মৃত করেছে কাব্য/মহাকাব্য। আত্ম গহীনে উঁকি দেওয়া বাস্তবিক জগৎ’কে ছন্দ নির্ভর করে কাল্পনিক উপস্থাপন-ই আমার কবিতা। সময়কে নিবেদন করা লেখাগুলো বন্ধু মেহেদী হাসান উজ্জল এর প্রবল উৎসাহে গ্রন্থ উন্মোচনের উদ্যোগ গ্রহণ করি। মলাটে আবদ্ধ এবং সময়ের সাথে ছুটতে থাকা মানুষদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এই বইয়ের প্রকাশের সিদ্ধান্ত। এই প্রজন্মের একজন হয়ে নিজ জীবনে এবং পার্শ্ববর্তী সহচরীদের সাথে ঘটে যাওয়া দোষ-ত্রুটি, ভালো-মন্দ, আনন্দ-বেদনা,
প্রেম-বিচ্ছেদের নানা ভাবনায় অর্পিত কথামালা-ই এই কাব্যগ্রন্থের মুল উপাদান।”