মানুষ জাগো

লেখক: ফাহিম মুনতাসির
প্রকাশ: ২ years ago

জাগো মানুষ জাগো
রুখে দাও কালো হাত
ভেঙে দাও জাতপাত
উঁচু নিচু সমান করো
জাগো মানুষ জাগো

জাগো মানুষ জাগো
যত অন্যায় অবিচার
ভেঙে দিতে সোচ্চার
আবারও ঐক্য গড়
জাগো মানুষ জাগো

জাগো মানুষ জাগো
কাঁটাতার বেড়াজাল
মুক্তির এই হাল
আবারও কণ্ঠ ছাড়ো
জাগো মানুষ জাগো

জাগো মানুষ জাগো
অমানুষ চোর যারা
ধ্বংস হবেই তারা
একসাথে আজকে লড়
জাগো মানুষ জাগো

জাগো মানুষ জাগো
শিল্পের নামে যারা
ভন্ডের শিরদাঁড়া
আজ তাদের ধরো
জাগো মানুষ জাগো