শীত যে এসেছে ভুবনে।
ফজরে মুয়াজ্জিন ডাকে,
কল্যাণের পথে।
মুমিনেরা শীতের বেড়াজাল ছিন্ন করে,
ছুটে চলে রবের দরবারে।
প্রভাতে তৃণভূমি আর শিশির বেঁধেছে মিতালি,
যা সূর্যের কিরণে মুক্তা হয়ে ফুটে।
কুয়াশার সমুদ্রে,
পাল তুলেছে পক্ষীকূল।
প্রায়ই সূর্য মামা,
রহস্যময় কুয়াশার শূন্যে তলিয়ে যায়।
কৃষি জমিতে রবি ফসলের বাহার,
কৃষকের মুখে মুক্তা হয়ে ফুটে।
ধানীরা জমি বুনে মিষ্টি রোদে।
গিন্নিরা পিঠা তৈরিতে ছুটে।
হাট-বাজার ও রাস্তা ধারে,
পিঠার দোকান গড়ে ওঠে।
স্টেশন ও ফুটপাতে,
বস্ত্রহীনরা কাঁপে শীতে।
এই শীত কারো কাছে সুখের বার্তা।
কারো কাছে দুঃখের বার্তা হয়ে আসে।
মোঃ শহিদুল ইসলাম
প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

