মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাউছিয়া কমিটি বাংলাদেশ- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আরমানের সভাপতিত্বে দপ্তর সম্পাদক মোহাম্মদ ওমর হোসেন মিশকাত সঞ্চালনা করেন। পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলাম এবং নাতে রাসুল (সা.) পাঠ করেন সদস্য ইশতিয়াক বিন ইউসুফ। মিলাদ কিয়াম পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান এবং মোনাজাত পরিচালনা করেন নাজমুল হোসেন হৃদয়।
অনুষ্ঠানে বক্তব্যে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের ইতিহাস ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ১৯৪৭ সালের পর ভাষা আন্দোলন, ছয় দফা, গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় কখনো বিস্মৃত হওয়ার নয়। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহিদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের কথাও স্মরণ করেন।
শিক্ষা ও গবেষণা সম্পাদক আকিবুল ইসলাম রাকিব বলেন, বীর শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁদের পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ, ২০২৪ সালের শহিদ এবং জুলাই বিপ্লবের অন্যতম মুখ শরিফ ওসমান হাদীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

