কলমের কথা

লেখক: মোঃ শহিদুল ইসলাম
প্রকাশ: ১ সপ্তাহ আগে

লেখা হোক নবপুষ্পের ন্যায়,
যা মানবকূলে সুভাষ ছড়াবে,
দুঃখিনীর দুঃখ বলবে,
সাথে বলবে তার দুঃখ বিলোপের উপায়।
মাজলুমের উপর হওয়া জুলুমের কথা বলবে,
জুলুমকারীর বিচার চেয়ে কলম ধরবে।
সুকর্মের বার্তা দিয়ে অনুপ্রাণিত করবে,
সৃজনশীল মানুষের কলম হবে নবদিগন্ত,
প্রতিবাদীর কলম হবে আন্দোলন,
বুদ্ধিজীবীর কলম হবে জাতির আশা,
সর্বস্তরের কলম হোক সর্বস্তরের।
এই কলম যেন দুষ্কৃতকারীর প্রেতাত্মা না হয়,
সমাজ বিশৃঙ্খলার কারণ না হয়।
হোক সে সৃজনের, সুন্দরের,
ও বুদ্ধিবৃত্তিক কর্মের দৃপ্ত শিখা।