জকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রার্থী মো. তারেক

লেখক: জবি প্রতিনিধি;
প্রকাশ: ২ সপ্তাহ আগে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. তারেক (সাবিত)।

 বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন, মানবিক উদ্যোগ ও সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখা এই শিক্ষার্থীকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন সহপাঠীরা।

২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক হিসেবে  নেতৃত্ব দেন। শিক্ষাবৃত্তি ও হল দাবিতে গণঅনশনের সামনের সারিতেও ছিলেন তিনি।

শিক্ষা-আন্দোলনের পাশাপাশি তারেক (সাবিত) ক্যাম্পাসের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসির ক্যাডেট, আন্ত-বিভাগ ফুটবল চ্যাম্পিয়ন দলের সদস্য এবং বিভিন্ন স্পোর্টস টুর্নামেন্টের আয়োজক হিসেবে কাজ করেছেন।

মানবিক ক্ষেত্রেও তারেক (সাবিত) পরিচিত মুখ। তিনি আজীবন সম্মাননা প্রাপ্ত রক্তদাতা এবং বাঁধন জবি ইউনিট, বিভাগের ডিবেটিং সোসাইটি ও কক্সবাজার ছাত্রকল্যাণ পরিষদের বিভিন্ন দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন। এছাড়া আন্তর্জাতিক সেবা সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মনোনয়ন নিয়ে তারেক (সাবিত) বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ, স্যানিটেশন, ছায়াযুক্ত ক্যাম্পাস ও নিরাপদ ক্যান্টিন নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্যবান্ধব ও পরিবেশসম্মত জবি গড়াই আমার লক্ষ্য।”

জকসুর আসন্ন নির্বাচনে একটি সুস্থ, সবুজ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনের অঙ্গীকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. তারেক (সাবিত)।