কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রিসার্চ সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. সৌরভকে সভাপতি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মার্জিয়া রহমান তন্নিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সংগঠনটির মডারেটর ড. জান্নাতুল ফেরদৌস, সদ্য সাবেক সভাপতি ইমরুল এহসান ও সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খান মোহাম্মদ সালেহ ও মুজিবুর সাবের তালহা। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী একা তালুকদার এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান।
উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

