স্তব্ধতা

লেখক: সাইফ ইকবাল,নৌবাহিনী কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
প্রকাশ: ১ ঘন্টা আগে

কথাতেই মায়া, কথাতেই যত্ন

কথার ভেতরেই লুকানো অনুভবের গন্তব্য
তবু একসময় কথা থেমে যায়
যেন বিকেলের আকাশে হঠাৎ থেমে যাওয়া বাতাস
চড়ুই পাখির মতো চঞ্চল মানুষটা অচেনা হয়ে যায় নিজেরই ছায়ায়
হাসির জায়গায় আসে নীরবতা
দৃষ্টির গভীরে জমে যায় ক্লান্ত এক হাহাকার
বলতে না-পারা কথাগুলো জমে থাকে বুকের ভেতর
তাদেরই ভারে রাতগুলো হয় ভারী
স্বপ্নও যেন নিঃশব্দে কাঁদে
তবু সেই নীরবতার মাঝেই জন্ম নেয়
নতুন এক বোঝাপড়া
যেখানে ভালোবাসা আর অভিমান মিশে যায়
এক অদ্ভুত স্তব্ধতায়।