জীবনের শেষ প্রান্তে

লেখক: নূরজাহান রেশমা
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

শেষ প্রান্তে দাঁড়িয়ে,

আজও ভাবছি তোমায় ঘিরে।
ভাবছি, আমাদের ফেলে আসা সোনালি সময়টাকে—
যখন বড্ড ব্যাকুল ছিলে আমার জন্য।
তবে আজ কেন নেই তোমার চোখে সেই ব্যাকুলতা;
সাজিয়েছো নিশ্চয় তুমি নতুন রূপে তোমায়!
আমি যে আজও ভাবি তোমায় ঘিরে
স্মৃতির পাতা যে আমায় সর্বদা ব্যাকুল করে তোলে।
কেটে গেলো কয়েকটা বছর, তুমি বিহীন।
সেদিন দেখেছি তোমায় সেই চিরচেনা নদীর পাড়ে,
তুমি তোমার অর্ধাঙ্গিনী যুগলে মানিয়েছে বেশ!
তবে কি জানো তোমার অর্ধাঙ্গিনী বড্ডবেশি ভাগ্যবতী!
তোমায় ছাড়া বিকেলটা কেমন হয় সে অনুভূতি তার নেই
সে জানলোই না তোমাকে হারানোর বেদনাটা।
তোমাকে পেয়ে গেলে হয়তো একাকী বিকেলের স্বাদটা আর পেতাম না,
তবে তোমাকে হারিয়ে জীবনে পেলাম নতুন অভিজ্ঞতা।
তুমি মিশে আছো আমার কল্পনা জুড়ে;
তোমায় যদি পেয়ে যেতাম
সারারাত নির্ঘুম হয়ে নিশ্চুপ থাকার স্বাদটা আমি পেতাম কই?
আমার কল্পনায় মিশে রবে তুমি সারাজনম।
বড্ড ভালোবেসেছি তোমায়, তাই হয়তো হারিয়েছি।
আর হারিয়েছি বলেই হয়তো একা বাঁচতে শিখেছি আমি।
তুমি থাকলে তুমিবিহীন জীবনটা কেমন হয় সেটার অনুভূতিই বা পেতাম কই?
তোমায় হারিয়ে ও হারায়নি জুড়ে আছো আমার সবটা জুড়ে।
আমার পুরো দুনিয়ায় জুড়ে শুধুই তুমি;
জীবনের শেষ প্রান্তে এসেও তোমায় ভাবছি,
শুধুই তোমায়;
জীবনের শেষ প্রান্তেও আজ আমি শুধু তোমাকেই ভাবছি।
শুধুই তোমাকে।