ইউনেট আন্তর্জাতিক ইয়ুথ আপস্কিল সামিটে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংগঠনিক জেলা শাখা সেরা সংগঠন হিসেবে নির্বাচিত হয়েছে।
এই অর্জনের স্বীকৃতি হিসেবে ০৬ সেপ্টেম্বর বিকেলে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের পক্ষ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গত ১৮ জুলাই অনলাইনে ইয়ুথ আপস্কিল নের্টওয়ার্কের আয়োজিত আন্তর্জাতিক সামিটে দেশ-বিদেশের খ্যাতিমান বক্তারা অংশগ্রহণ করেন এবং তরুণদের উদ্দোক্তা হওয়ার বিষয়ে অনুপ্রেরণা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উদ্যোগ নিয়ে নানা দিকনির্দেশনা দেন।এতে দেশের অনেক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।তাদের মধ্যে বেরোবির এ সংগঠনের অংশগ্রহণ বেশি ছিলো।
বেরোবি সাংগঠনিক জেলা শাখার সমন্বয়কারী হাসান শেখ বলেন“আজকের এই অর্জন শুধু ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেরোবি সাংগঠনিক জেলার নয়, বরং আমাদের প্রত্যেক স্বেচ্ছাসেবীর নিবেদন, পরিশ্রম ও তরুণদের শক্তির প্রতীক।
ইউনেট আন্তর্জাতিক ইয়ুথ আপস্কিল সামিটে ‘সেরা সংগঠন’ স্বীকৃতি পাওয়া এবং মোস্ট এনগেজমেন্ট পার্টিসিপেন্ট হিসেবে আমি নির্বাচিত হয়েছি যা আমাদের জন্য গর্বের বিষয়। । এ অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে—সামাজের ইতিবাচক পরিবর্তন করে সুষ্ঠু বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তবায়নে নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার করছি।
তিনি আরও বলেন , তরুণদের শক্তি ও নেতৃত্ব দিয়েই টেকসই উন্নয়ন ও ক্ষুধামুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব।”
এতে রংপুর বিভাগের আরও তিনটি সংগঠন অংশগ্রহণ করলেও ইয়ুথ এন্ডিং হাঙ্গার (YEH) বেরোবি সাংগঠনিক জেলা শাখা সেরা সংগঠন হিসেবে জয়ী হয়।