আন্তর্জাতিক ইয়ুথ আপস্কিল সামিটে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেরোবির অবিশ্বাস্য সাফল্য ‎

লেখক: বেরোবি প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

‎ইউনেট আন্তর্জাতিক ইয়ুথ আপস্কিল সামিটে ইয়ুথ এন্ডিং হাঙ্গার  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংগঠনিক জেলা শাখা সেরা সংগঠন হিসেবে নির্বাচিত হয়েছে।
‎এই অর্জনের স্বীকৃতি হিসেবে ০৬ সেপ্টেম্বর বিকেলে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের পক্ষ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‎গত ১৮ জুলাই অনলাইনে ইয়ুথ আপস্কিল নের্টওয়ার্কের আয়োজিত আন্তর্জাতিক সামিটে দেশ-বিদেশের খ্যাতিমান বক্তারা অংশগ্রহণ করেন এবং তরুণদের উদ্দোক্তা হওয়ার বিষয়ে অনুপ্রেরণা  উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উদ্যোগ নিয়ে নানা দিকনির্দেশনা দেন।এতে দেশের অনেক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।তাদের মধ্যে বেরোবির এ সংগঠনের অংশগ্রহণ বেশি ছিলো।

‎বেরোবি সাংগঠনিক জেলা শাখার সমন্বয়কারী হাসান শেখ বলেন“আজকের এই অর্জন শুধু ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেরোবি সাংগঠনিক জেলার নয়, বরং আমাদের প্রত্যেক স্বেচ্ছাসেবীর নিবেদন, পরিশ্রম ও তরুণদের শক্তির প্রতীক।
‎ইউনেট আন্তর্জাতিক ইয়ুথ আপস্কিল সামিটে ‘সেরা সংগঠন’ স্বীকৃতি পাওয়া এবং মোস্ট এনগেজমেন্ট পার্টিসিপেন্ট হিসেবে আমি নির্বাচিত হয়েছি যা আমাদের জন্য গর্বের বিষয়। । এ অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে—সামাজের ইতিবাচক পরিবর্তন করে সুষ্ঠু বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তবায়নে নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার করছি।

‎ তিনি আরও বলেন , তরুণদের শক্তি ও নেতৃত্ব দিয়েই টেকসই উন্নয়ন ও ক্ষুধামুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব।”

‎এতে রংপুর বিভাগের আরও তিনটি সংগঠন অংশগ্রহণ করলেও ইয়ুথ এন্ডিং হাঙ্গার (YEH) বেরোবি সাংগঠনিক জেলা শাখা সেরা সংগঠন হিসেবে জয়ী হয়।