ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামে ব্যাক্তিগত রাস্তা নিয়ে ঝামেলায় নিজ বাড়িতেই এক মহিলাকে একা পেয়ে হামলার অভিযোগ উঠেছে। দেবগ্রাম মধ্য পাড়ার স্থানীয় বাসিন্দা মো: গাবুদিন মিয়া (৫৫) ও তার ভাই বাহার মিয়া (৪০)এ হামলা চালায়।
শুক্রবার(২৯ আগস্ট) সকালে দেবগ্রাম মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে রাস্তা ও বাড়ির সীমানা নিয়ে সুরুজ মিয়ার দুই ছেলে বাহার মিয়া (৪০) ও গাবুদিন মিয়ার(৫৫) সাথে ঝামেলার সূত্রপাত হয়। তারপর গাবুদিন মিয়া রাস্তার পাশের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। গাছ কাটতে বাঁধা দিতে এলে ঐ মহিলাকে মারতে আসে এবং উচ্চ বাক্যে গালিগালাজ করে। ঘটনার এক পর্যায়ে গাবুদিন মিয়া ভুক্তভোগী মহিলাকে মারতে আসে পরে ভুক্তভোগী দৌড়ে প্রাণপণে বেচে যায়।
এই ঘটনায় আখাউড়া থাকায় একটি অভিযোগ করে ভুক্তভোগী সাজেদা খাতুন।
সাজেদা খাতুন জানন, “পড়াশোনা ও বিভিন্ন কাজে আমার তিন ছেলে বাড়ির বাইরে থাকে। আমি আর আমার ১৩ বছর বয়সের নাতনিকে নিয়ে বাড়িতে একাই থাকি। সুরুজ মিয়ার ছেলে গাবুদিন মিয়া আমার ব্যাক্তিগত রাস্তা প্রসস্থ করার উদ্দেশ্যে রাস্তার পাশের গাছ কেটে ফেলছিল আমি বাধা দিতে আসলে বিভিন্ন ধরনের গালিগালাস করে এবং এক পর্যায়ে মেরে ফেলার হুমকি দেয় সে আমাকে লাঠি দিয়ে দৌড়ায় ভাগ্যক্রমে আমি বেঁচে যায়। এ নিয়ে এলাকার অনেক বিচার করা হলেও সে বারবার একই কাজ করে আসছে।
অভিযুক্ত গাবুদিন মিয়া ও তার ভাই বাহার মিয়াকে একাদিক ফোন করলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আখাম্মদ হোসেন জানান, এ বিষয় সম্পর্কে আমরা কিছুই জানি না। মামলার বিষয়ে জিজ্ঞেসাবাদে তিনি জানান আমরা এখনো সংবাদই পায়নি।
উল্লেখ্য অভিযুক্ত গাবুদিন মিয়ার নামে মাদক, চুরি ও বিভিন্ন অভিযোগে দীর্ঘদিন জেলে ছিলেন। মাদক চোরাচালান সহ সব ধরনের কুকর্মের সাথে লিপ্ত রয়েছে এই গাবুদিন মিয়া।