প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে -(কুবি) ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী পালিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দুতলায় কীর্তন মেলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আলোচনা সভা ও অনুকল্প প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজিব বিশ্বাস জানান, “ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে।
এই মহোৎসবের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের আদর্শ— সত্য, ন্যায়, সহনশীলতা, ধর্মের জয় এবং অধর্মের বিনাশের চিরন্তন শিক্ষা গ্রহণ করি। প্রতি বছরের মতোই প্রশাসনের সহযোগিতা এবং আপনাদের আন্তরিক সমর্থনের ফলেই আমরা এই পবিত্র জন্মাষ্টমী অনুষ্ঠান সফলভাবে সম্পাদন করতে পেরেছি। ”
উল্লেখ্য, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন এই তিথিতেই। শ্রীকৃষ্ণের জন্ম মানবজাতির জন্য আঁধার থেকে আলোর পথে দিশারী হিসেবে স্মরণীয়। তিনি ধর্মের কথা শুনিয়েছেন, অশুভ শক্তি দূর করে সমাজে কল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন।