রাজনীতি নিষিদ্ধ বেরোবিতে ছাত্রদলের নবীন শিক্ষার্থীদের বরণ

লেখক: বেরোবি প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

রাজনীতি নিষিদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

‎রবিবার (১০ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বিভিন্ন অনুষদ ও বিভাগে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা বার্তা দেয় সংগঠনটির নেতাকর্মীরা। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কলম,চাবির রিং ও চকলেট দিয়ে বরণ করেন।


‎রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে কার্যক্রম সম্পর্কে মাহাবুবার রহমান বলেন, বারবার প্রমাণিত দায়িত্ব পালনে ব্যর্থ এই প্রশাসন।


‎বেরোবি ছাত্রদল আহ্বায়ক আল আমিন ইসলাম বলেন, শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে ১৭ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্যই আমাদের আজকের এই আয়োজন ছিলো। আমরা নবীন শিক্ষার্থী ভাই বোনদের গোলাপ ফুল, কলম, চাবির রিং এবং চকোলেট দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সেই সাথে তাদের নিরাপদ ক্যাম্পাস এবং সেশনজট মুক্ত আনন্দ মুখর ক্যাম্পাস জীবন নিশ্চিত করতে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দিয়েছি। ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।ছাত্রলীগের নিপীড়ন, গেস্ট রুম কালচার, সিট বাণিজ্য, চাদাবাজির বিপরীতে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নবীন শিক্ষার্থীরা আমাদের এই উদ্যোগ কে সানন্দে গ্রহণ করেছেন এবং জাতীয়তাবাদী আদর্শের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। অবিলম্বে গণতান্ত্রিক চর্চার মিছিলে তাদের সাথে আমাদের দেখা হবে।

‎বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবাগতদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ব্যতিক্রমী উদ্যোগে তারা আনন্দিত ও অনুপ্রাণিত। গণিত বিভাগের এক নবীন শিক্ষার্থী বলেন, “বেশ অবাক লেগেছে। ভাবিনি কেউ এভাবে এগিয়ে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা এত সুন্দর হবে, ভাবতেও পারিনি।”