জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব তৈমুর

লেখক: জবি প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি ভারপ্রাপ্ত সদস্য সচিব তৈমুর মবিন।

তৈমুর মবিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

জেলা কল্যাণ পরিষদের প্রেস বিজ্ঞপতিতে বলা হয়, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব মোঃ জাহিদ হাসান কে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।

সম্মানিত উপদেষ্টা পরিষদ সদস্যদের সিদ্ধান্তক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে যুগ্ম আহ্বায়ক, তৈমুর মবিন’কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

ভারপ্রাপ্ত সদস্য সচিব তৈমুর মবিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে আমার প্রতি আস্থা রাখায় সবার প্রতি কৃতজ্ঞতা।
সবাই সহযোগীতা করে পাশে থাকবেন।

কমিটির আহবায়ক তানভীর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কমিটি কার্যক্রম আমাকে একা করতে হয়েছে। আশা করি নতুন দায়িত্ব প্রাপ্তরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে।

উল্লেখ যে, তৈমুর মবিন ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকে যথাক্রমে সহ-অর্থ বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ কমিটির যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন