সন্ধ্যার আকাশ রাঙা হয়ে আসে,
সূর্য ঢলে পড়ে দিগন্তের কোলে,
হলুদ-লাল রঙে আঁকা শেষ বিদায়,
নিভে যাওয়া আলোয় বিষাদ ঝরে।
নদীর জলে প্রতিফলিত আলো,
স্নিগ্ধ হাওয়ায় হারানোর গান,
একলা পথিক দাঁড়িয়ে থাকে চুপ,
মন যেন ডুবে যায় স্মৃতির টান।
দিনের কোলাহল থেমে আসে ধীরে,
শহর ঢেকে যায় নির্জনতার ছায়ায়,
গোধূলির সুর বয়ে আনে নীরবতা,
হারিয়ে যাওয়া মুখ ভাসে চোখের পাতায়।
তুমি কি জানো, এই ম্লান আলোয়,
কত কথা রয়ে যায় অশ্রুর মতো?
গোধূলি আসে, গোধূলি চলে যায়,
বিষাদের ছোঁয়া রেখে যায় তবু।