“আপনার কণ্ঠস্বর শক্তিশালী করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কণ্ঠ দিবস-২০২৫ উপলক্ষে সভা ও র্যালির আয়োজন করেছে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স (এমসিপিএইচএস)।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে মাসকান্দা নতুন বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটির স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি বিভাগ এবং সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস (এসএসএলটি)।
র্যালিতে শিক্ষার্থীদের হাতে দেখা যায় নানা সচেতনতামূলক প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল—“কণ্ঠই আমাদের পরিচয়, এটিকে রক্ষা করুন”, “কণ্ঠ ছাড়া পৃথিবী নিরব, ধূমপান ছাড়ুন, কণ্ঠ করুন সরব”। পরে প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বক্তৃতা করেন এমসিপিএইচএসের স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি বিভাগের প্রধান ও এসএসএলটির সভাপতি ফিদা আল শামস, কলেজের চেয়ারম্যান ড. শামীম আহমেদ এবং প্রভাষক মৈত্রী চক্রবর্তী।
বক্তব্যে ফিদা আল শামস বলেন, “পুরুষ হয়েও মেয়েলি কণ্ঠস্বর, ভোকাল কর্ডে নডিউল, পলিপ বা ফোনেটরি গ্যাপ— এমন নানা কারণে কণ্ঠে বিকৃতি দেখা যায়। দেশে বিপুলসংখ্যক মানুষ এই সমস্যায় ভুগলেও সচেতনতার অভাবে তারা স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টের কাছে যান না। ফলে তারা গুরুত্বপূর্ণ চিকিৎসা থেকে বঞ্চিত হন। থেরাপিস্টদের মাধ্যমে সময়মতো ভয়েস থেরাপি নিশ্চিত করা জরুরি।”
বক্তারা বলেন, কণ্ঠস্বর শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একজন মানুষের আত্মপ্রকাশ ও আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সময়মতো সমস্যার নির্ণয় ও চিকিৎসা গ্রহণে জীবন বদলে দিতে পারে কণ্ঠস্বর।