কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) অধ্যয়নরত ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইস্পাহানীয়ান পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বুধবার (২৬ শে মার্চ) কুমিল্লার চকবাজারের মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শারাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানীয়ান পরিবারের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সজীব, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আবু সাঈদ মোঃ সালেহ, শিক্ষানবিশ আইনজীবী মোঃ মাজেদুল ইসলাম টিটুসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলের আয়োজন নিয়ে ইস্পাহানীয়ান পরিবারের সভাপতি শারাফাত হোসেন বলেন, আমরা পূর্বেও কুরআনের পাখিদের সাথে নিয়ে বিভিন্ন কার্যক্রম করেছি তবে এইবার ই প্রথম পবিত্র রমজান মাসে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আমরা ইফতার ও দোয়া মাহফিল করার সৌভাগ্য অর্জন করেছি এবং যা আমাকে বিশেষভাবে আত্মতৃপ্তি দেয়। আল্লাহ চাইলে আগামীতেও আমরা সমাজের জন্য আরো কাজ করব ইনশাআল্লাহ।