আখাউড়ায় অবস্থানরত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব আখাউড়া’র নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫ গঠিত হয়েছে। এতে সভাপতির হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ ফাহিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফারদুল্লাহ্ হক বিজয় ।
২১শে মার্চ, ২০২৫ (শুক্রবার) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ইমরান হোসেন ভূঁইয়া (এনি) এবং সাবেক সাধারণ সম্পাদক আর. এ. ভুঁইয়া(রিমন) -এর নেতৃত্বাধীন এ কমিটি ঘোষণা করা হয় ।
এছাড়াও, সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করবে মো: কাজী ইকরাম, ফয়সাল মিয়া, আসিফ হোসাইন এবং মো: জিয়ান খান। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে থাকছে ওয়াহিদ খান শিথিল, শাহজিয়ার তালুকদার জিসান, সাবিহা কায়সার রাত্রি এবং অলিউল্লাহ ইমন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন আতিকুর রহমান তুষার, তারেকুর রহমান, আনজিদা আলম মুমু এবং এন এম এস মেহেদী হাসান।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, “আখাউড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘পাবলিক ইউনিভার্সিটি এসোসিয়েশন অব আখাউড়া’। সংগঠনটির মূল লক্ষ্য হলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলা, একে অপরকে সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখা; সাথে সাথে আখাউড়ার সন্তান হিসেবে, আখাউড়াকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়ে তোলা। আমরা আমাদের উক্ত প্লাটফর্মটির পরিসীমা শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে না রেখে, ছড়িয়ে দিতে চাই আখাউড়ার প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে। আমাদের কার্যক্রমে এলাকার সকলের দোয়া ও সর্বাত্বক সহযোগিতা কামনা করছি।”
সাধারণ সম্পাদক ফারদুল্লাহ হক বিজয় বলেন, “একটা দেশ যত বেশি শিক্ষিত তার অবকাঠামো তত বেশি উন্নত। আখাউড়ার তরুণদের সেই শিক্ষা ও নেতৃত্ব বিকাশের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে উঠেছে “আখাউড়া পাবলিকিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন”। আমরা তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়িত্বের বিকাশের মাধ্যমে দেশ ও সমাজের প্রতি তাদের অবদান নিশ্চিত করতে চাই। যাতে আখাউড়াকে বাংলাদেশের একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। এই কমিটি তাদের পথযাত্রা সহজ করার এবং সমাজে পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি এই কাজে আমাদের কমিটির বাহিরে আমাদের এলামনাইসহ আখাউড়ার সকল দায়িত্ববান নাগরিক, শিক্ষক ও শিক্ষার্থী আমাদের সহযোগিতা করবে।”
উল্লেখ্য, আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে সংগঠনটি