ইসলাম বিদ্বেষি আরাফাতের ভেরিফাইড ফেসবুক একাউন্ট বন্ধ করলো বাংলাদেশ সাইবার ডিফেন্স

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

বাংলাদেশ সাইবার ডিফেন্স এক বার্তায় জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ইসলাম বিদ্বেষি আরাফাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসার কথা বলে। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর ৫ টাই উগ্রবাদী/ইসলাম বিদ্বেষি আরাফাতের মেটা ভেরিফাইড ফেসবুক একাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে। সেই সাথে আরাফাতে মতো বাকি উগ্রবাদীদের বিরুদ্ধেও কাজ চলমান রয়েছে।

এই বিষয়ে বাংলাদেশ সাইবার ডিফেন্সের চেয়ারম্যান স্টিফ্যন রোবট বলেন, ইসলাম বিদ্বেষী অথবা উগ্রবাদী যারা অনলাইনে উগ্রতা এবং অশ্লীলতা ছড়াবে তাদের বিপক্ষে সর্বদা বাংলাদেশ সাইবার ডিফেন্স কাজ করবে।

বাংলাদেশ সাইবার ডিফেন্স তাদের কাজের বিষয়ে নিজেদের অবস্থান ক্লিয়ার করে বলেন: সম্প্রতি আরাফাত রহমানের একাধিক উসকানিমূলক পোস্ট আমাদের নজরে এসেছে। তার এসব পোস্ট স্পষ্টতই উদ্দেশ্যপ্রণোদিত এবং বিতর্ক তৈরি করার চেষ্টা। ভাইরাল হওয়ার লোভে সে বারবার উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলো, যা সমাজে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

আমরা আমাদের নীতিগত অবস্থান থেকে এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি এবং ভবিষ্যতেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবো। বাংলাদেশ সাইবার ডিফেন্স সত্য ও ন্যায়ের পক্ষে ছিল, আছে, থাকবে—ইনশাআল্লাহ।