রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) এর উদ্যোগে “যুক্তির সান্নিধ্যে তারুণ্য” এই স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে ৩য় আরএসসিডি আন্তঃস্কুল এন্ড কলেজ বিতর্ক উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫শে জানুয়ারি) উপজেলার রাস্তার হাট হাজী এ. গফুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাস্তার হাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর জাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসসিডি’র সাবেক সভাপতি ডা. মিনহাজুল আবেদিন, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান, রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলার প্রাক্তন বিতার্কিক রিফাত আলম মহিম, আরিফুল ইসলাম, আসমা আতিকা তনু, মৌমিতা জাহান, খাদিজা ইকরা এবং লক্ষীপুর ডিবেট এসোসিয়েশন এর বিচারকগণ।
প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। এরপর বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
আরএসসিডি’র সভাপতি মোস্তফা আহমেদ অয়নের সার্বিক তত্তাবধানে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা।