অপেক্ষা শব্দটা অদ্ভুত একটা অনুভূতি
এই শব্দটাতে ভালো লাগা কিংবা খারাপ লাগা দুটোই কাজ করে,
তবে সেটা ব্যক্তিভেদে।
ভালোবেসে কখনো কারো জন্য
অপেক্ষা করতে বড্ড ভালো লাগে।
তাকে দেখার
যে সাধ,
যে আকাঙ্ক্ষা,
তা কখনো অপেক্ষাটাকে
বিরক্তবোধ করায় না।
তখন কেবল মনে হয়
যদি,
যদি তাকে একনজর দেখতে পাই
তবে তারজন্য একসহস্র বছর অপেক্ষা করা যায়
অবলীলাক্রমে।
তাকে একটিবার ছুঁয়ে দেখার জন্য সহজেই
পাড়ি দেওয়া যায়
পাহার, জঙ্গল কিংবা সমুদ্র।
সেই অপেক্ষাটাতে কাজ করে
ভালোলাগা, ভালোবাসা।
যা কেবল নির্দিষ্ট কারো জন্যই কাজ করে।
তাকে দেখতে পাবো একবার
একথা ভেবে ভেবে একজনম পার করে দেওয়া যায় চোখ বুজে।
এই অপেক্ষার মধ্যে যে ভালোলাগাটা কাজ করে
তা কেবল ভালোলাগা হয় ভালোবাসা।
অপেক্ষা শব্দটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হলেও
ভালোবেসে অপেক্ষাটা ঠিক
সবার জন্য করা হয় না।
যার জন্য ভালোবেসে অপেক্ষা করা হয়
সেই তো প্রিয়জন।
এই প্রিয়জনের প্রতিই কেবলমাত্র
ভালোবেসে অপেক্ষা করাটা সীমাবদ্ধ।
কেবল প্রিয়জনের জন্যই।