বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধ্যরাতে শীতবস্ত্র বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ে কর্মরত নৈশপ্রহরীদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টি, ক্যাম্পাস গেটের নৈশপ্রহরীদের মাঝে দেয়া হয়েছে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে সকল হলের নৈশপ্রহরীর মাঝে দেওয়া হবে।
এ বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, এখন প্রচন্ড শীত।যেহেতু আমাদের ক্যাম্পাসটি পাহাড়ে অবস্থিত, এখানে অন্য যায়গার তুলনায় প্রচন্ড শীত অনুভুত হয়। বিশ্ববিদ্যালয় নিরাপত্তায় যারা এখানে চাকরি করেন সকলে শীতে কষ্ট পান। তাই আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থেকে মানবিক কাজ করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, উনার নির্দেশে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে উনার উপহার তুলে দেই। এটি আমাদের শীতবস্ত্র বিতরণের ১ম ধাপ। ক্রমান্বয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অন্যদের মাঝেও উপহার পৌঁছে দিবে। মানবিক যেকোন কাজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সর্ব সাধারণের পাশে থাকবে।
শীতবস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক,সাফায়েত হোসেন সজল,রিয়াজ উদ্দিন অন্তর,আহ্বায়ক সদস্য-মোতাসিম বিল্লাহ রিফাত, আশারাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, মোঃ রাসেল হোসেন, সাইফুল মালেক আকাশ, আবদুল্লাহ আল মাসুদ, নাইম হোসেন সহ অনেকে।