আজ ২২ই ডিসেম্বর রবিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুব রেডক্রিসেন্টের নব গঠিত কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সদর উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মারিয়া মাহজাবিন মৃত্তিকা’র সভাপতিত্বে তাওসিদ আলম তাজিম ও বশির আহমেদের উপস্থাপনায় উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ইফতেয়ার উদ্দিন রিফাত এবং উপ যুব প্রধান-১ ফাহিম মুনতাসির।
এসময় সদর উপজেলা যুব রেডক্রিসেন্ট কর্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা হয় এবং কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়।
সভা শেষে যুব প্রধান ও উপ-যুব প্রধান এর হাতে সদর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যরা শুভেচ্ছা স্মারক তোলে দেওয়া হয়।