কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আয়োজন করা হলো “ক্যারিয়ার সামিট ২০২৪”। বিশ্ববিদ্যালয়ের দুটি সংগঠন ‘স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি’ এবং ‘কুমিল্লা ইউনিভার্সিটি আইটি সোসাইটি’ এর যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন হাছিন মাহতাব মাহিন এবং হুরে জান্নাত অর্ণা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের ব্যক্তিত্বরা। তাদের মধ্যে ছিলেন হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর, গানচিল মিউজিক ও এএসআইএক্স এর প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, নিজের বলার মতো একটি কথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, একসাথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুনাফ মুজিব চৌধুরী, থ্রাইভের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ শাফায়েত সিদ্দিকী, পিকফ্লো এর টেকনিক্যাল লিড মোহাম্মদ এরশাদুল হক সরকার, বিক্রয় ও বিপণন শাখার প্রধান সুরাইয়া সিদ্দিকা এবং পারটেক্স গ্রুপের ব্যবসায় শাখার প্রধান সায়েদুল আজহার সারোয়ার। এছাড়া অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান।
সামিটে অতিথিরা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং সঠিক দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে।
ক্যারিয়ার সামিটের চেয়ারম্যান মো. মুজাহীদুল ইসলাম বলেন, এর আগে আমরা বেশ কিছু বড় আয়োজন করেছি, যেখানে কিছু নির্দিষ্ট মানুষের উপস্থিতি ছিল। তবে এবার আমরা ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন খাতের ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়ে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করার সুযোগ সৃষ্টি করছি। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে যুক্ত হতে পারবে। তারা যেন শুরু থেকেই সঠিক দিকনির্দেশনা পায় এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও সহজতা আসে, সেটাই আমাদের লক্ষ্য।