নতুন রুপে সেজেছে কুবির পিএ চত্বর

লেখক: নুরাণী শেখ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ১২ মাস আগে
Oplus_131072

দেশের একমাত্র লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২০০৬ সালের ২৮ মে বাংলাদেশের ২৬ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা এবং চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামে অবস্থিত । লাল মাটির সবুজ এই ক্যাম্পাসটির চারিদিকে লাল মাটির পাহাড় দ্বারা বেষ্টিত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রাঙ্গণ ৫০ একরের এর মধ্যে সীমাবদ্ধ হলেও এর আশেপাশের প্রতিটা জায়গা নিখুঁতভাবে সাজানো বলা যায়। এসব কিছুর মধ্যে আমাদের লোক প্রশাসন চত্বরের কথা না বললেই নয়। অনেকদিন পর আমাদের লোক প্রশাসন চত্ত্বর কে আমরা নতুন করে সাজালাম। এইসব কাজের মাধ্যমে সৃজনশীল গুণাবলী প্রকাশ পায়। কিন্তু সব থেকে বড় বিষয় আমাদের বড় ভাই আপু আর স্নেহের অনুজদের সাথে অনেকটা সময় কাটানো সম্ভব হয়। যা আমরা পিএ চত্বরকে সাজানোর সময় সম্ভব হয়েছে। সব কাজেই পরিশ্রম আছে।দিনটা ক্লান্তিময় হলেও হাস্যোজ্জ্বল ছিলো। কিন্তু একটা কথা আছে দশে মিলে করি কাজ হারি-জিতি নাহি লাজ। সবাই মিলে সব কিছু করলে তার মধ্যে একটা আলাদা বিষয় থাকে।

আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে খুবই গর্ববোধ করি। চাকরির দিক অল্প সময়েই সুনাম অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সারাদেশেই সরকারি, বেসরকারি ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ঊর্ধ্বতন পদে রয়েছে সাবেক কুবিয়ান হাজারো শিক্ষার্থী। এছাড়াও ৫০ একর জায়গা জুড়ে দৃষ্টনন্দন লাইমাই পাহাড়ের পাদদেশে প্রাচীন সভ্যতার নিদর্শন শালবন বিহারের কোল ঘেঁষে দেশের ২৬ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে মেগা প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ২৫০ একরের কাজ চলমান। সেনাবাহিনীর অধীনে ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে মেগা প্রকল্পের কাজ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে পাহাড়ি ও সমতলে সম্প্রসারিত মোট ২০০ একর ক্যাম্পাসের কাজ চলমান আছে ।

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন ৭টি বিভাগে ৩০০ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক এবং ৫০ জন কর্মকর্তা -কর্মচারী নিয়ে পথচলা শুরু হয়। বর্তমানে এই বিদ্যাপীঠে ৬টি অনুষদের অধীন ১৯টি বিভাগে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে ।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে পাঁচটি আবাসিক হল। ছাত্রদের জন্য তিনটি এবং ছাত্রীদের জন্য রয়েছে দুটি আবাসিক হল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধার্থে ৮টি নীল বাস এবং ৯টি বিআরটিসির লাল বাসসহ মোট ১৭ টি বাসে চলমান আছে।এছাড়াও শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীদের যাতায়াতের জন্য রয়েছে স্বতন্ত্র বাস,মিনিবাস এবং মাইক্রোবাস।