কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ‘টেডএক্স সিওউ’

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ১২ মাস আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫ সালের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের টেডএক্স ইভেন্ট ‘টেডএক্স সিওউ’। আয়োজকরা দ্বিতীয় আসরটি আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছেন এবং শিগগিরই টিম রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন।

টেডএক্স সিওউ-এর দ্বিতীয় আসরেও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখা প্রভাবশালী ব্যক্তিত্বদের স্পিকার হিসেবে আমন্ত্রণ জানানো হবে। আয়োজকরা আশা করছেন আগামী বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরেকটি চমকপ্রদ ও স্মরণীয় টেডএক্স ইভেন্ট উপহার দিতে সক্ষম হবেন।

এই আয়োজন সম্পর্কে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খান মুহাম্মদ সালেহ বলেন, ইভেন্ট আয়োজনে স্পন্সরশিপ ম্যানেজমেন্ট, ভেন্যু এবং একোমোডেশনসহ বিভিন্ন জটিলতা থাকলেও তা সফলভাবে সম্পন্ন হয়েছিল। আমরা চাই, শুধু অংশগ্রহণকারীদের জন্য নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য এটি ছিল একটি স্মরণীয় আয়োজন করতে।

সানজানা বিনতে ইসলাম জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টেডএক্সের দ্বিতীয় আসরের অংশ হতে পেরে আমি গর্বিত। প্রথম আসরের সাফল্য আমাদের নতুন উচ্চতায় যেতে অনুপ্রাণিত করেছে, এবং এবার আমরা আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এই আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে নতুন ধারণা ও উদ্ভাবন ছড়িয়ে দিতে চাই, এবং টেডএক্সের মাধ্যমে স্বপ্ন ও সম্ভাবনার সেতুবন্ধন তৈরি করার লক্ষ্য রাখছি। আশাবাদী, আমাদের টিম একটি অসাধারণ ইভেন্ট উপহার দিতে পারবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবারের মতো সফলভাবে আয়োজন করা ‘টেডএক্স সিওইউ’ ইভেন্টটির পর শিক্ষার্থীদের মধ্যে পুনরায় এ ধরনের আয়োজনের প্রত্যাশা তৈরি হয়।