প্রথমবারের মতো সদস্য সংগ্রহ করছে কুবির কুইজ সোসাইটি

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ১ বছর আগে
Oplus_131072

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (সিওইউকিউএস) এর নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনটি প্রথমবারের মতো তাদের সদস্য সংগ্রহ করছে।

৬ই অক্টোবর (রবিবার) ব্যবসায় অনুষদের সামনে নিজস্ব বুথে ফর্ম বিতরণ শুরু করে তারা৷ এছাড়া অনলাইন এবং সরাসরি সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

আত্মোন্নয়নের লক্ষ্যে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি বাংলাদেশ বিষয়াবলি, ইতিহাস, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক বিষয়াবলি, ক্যাম্পাস ও জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি ।

এছাড়া সুনাগরিক প্রতিষ্ঠায় সাংস্কৃতিক, সামাজিক ও উন্নয়নমুখী বিষয়গুলোতে নিজেদের অংশগ্রহণ বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয়ের উপর নতুন জ্ঞান অর্জনের লক্ষ্যে রিসার্চ পরিচালনা, ক্যারিয়ার গঠনের লক্ষ্যে সম্মিলিত পাঠ্যক্রমের আওতায় সাপ্তাহিক পরীক্ষার আয়োজনের করবে সংগঠনটি।

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুইজ সোসাইটির আহ্বায়ক হায়দার মাহমুদ জানান,” শিক্ষার্থীদের বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে এবং আধুনিক রাষ্ট্র বিনির্মাণে অ্যাকাডেমিক পড়াশোনা পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক, সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, আধুনিক বিজ্ঞান প্রভৃতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা জরুরি। সেক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি শিক্ষার্থীদের সহশিক্ষা ও নেতৃত্ব তৈরিতে উৎসাহ প্রদান করার জন্য নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন সহ বিভিন্ন অলিম্পিয়াড, সেমিনার, ও পাঠচক্রের আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের জ্ঞানপিপাসু ও শিক্ষানুরাগী হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য।”