ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেবির সাংসদ নেতা নিতেশ নারায়ণ রানে কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুমা ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, উক্ত বিক্ষোভ মিছিল ঈশ্বরদী রেলগেটে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সভায় ঈশ্বরদী উলামা পরিষদের নেতৃবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ
মাদ্রাসা ছাত্র সহ ঈশ্বরদী সর্বস্তরের আলেম সমাজ, ছাত্র সমাজ ও সর্ব স্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ বৃষ্টিতে ভিজে অংশ নেন।
এ সময় মুসুল্লিরা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে অবমাননার দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচারের দাবিতে প্রতিবাদি নানা স্লোগান দিতে থাকেন। পূর্ব ঘোষণা অনুযায়ী জুম্মা নামাজের পর উপজেলার প্রতিটি মসজিদ থেকে মুসুল্লিরা নামাজ আদায় শেষে মিছিল বের করে বাস টার্মিনাল মসজিদ চত্ত্বরে এসে জমায়েত হতে থাকেন। এ সময় মুসুল্লিদের উপস্থিতিতে বাসটার্মিনাল চত্ত্বর জন জোয়ারে পরিনত হয়।