ঢাকা বিশ্ববিদ্যালয় কসবা-আখাউড়া ছাত্র সংসদ (ডুসাকা) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কসবা-আখাউড়ার মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন দশ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
আজ শনিবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল মোট সাত জন শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। এসময় মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক জনাব মোহাম্মদ জসীম উদদীন, আব্দুল জলিল মানবিক সহায়তা কেন্দ্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু কাউছার জলিল, সংগঠনের বর্তমান সভাপতি নজির আহমাদ ও সাধারণ সম্পাদক রিমন আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কসবা-আখাউড়া ছাত্র সংসদের মাধ্যমে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্য থেকে আবেদন আহ্বান করা হয়। আবেদনগুলো সম্মানিত শিক্ষক মহোদয়বৃন্দ পারিবারিক অবস্থা বিবেচনায় যাচাই-বাছাই করে ৭ জন যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় এবং বৃত্তি প্রদান করা হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কসবা-আখাউড়া ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিমন আহমেদ ভূঁইয়া জানান, ” ডুসাকার মাধ্যমে ৭ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের সাহায্য করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ডুসাকার এই কার্যক্রম প্রতিবছর চালু থাকবে এবং সামনের বছরগুলোতে আরো বড় পরিসরে বৃত্তি প্রদান অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। এভাবে ডুসাকা শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠবে। এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর্থিক অস্বচ্ছলতা যেন একজন মেধাবী শিক্ষার্থীর পথের অন্তরায় হয়ে না দাঁড়ায়, তা বাস্তবায়নে ডুসাকা পরিবার বদ্ধপরিকর।