হারিয়ে যাওয়া গান সংগ্রহে কাজ করছেন তরুণ শিল্পী তাহজিব আহমেদ চৌধুরী

লেখক: মোস্তফা জাফরি হামিম
প্রকাশ: ১ বছর আগে

আধুনিক গানের ভীরে এই সময়ে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক গান যখন হারিয়ে যাওয়ার পথে। তখন এই প্রজন্মের শিল্পী তাহজিব আহমেদ চৌধুরী জেলার আঞ্চলিক মেয়েলি গীত গুলো মানুষের কাছে প্রচার করছেন। ইতোমধ্যে ক্ষুদে শিল্পীদের দ্বারা তাঁর কম্পোজিশন করা ২ টি গান প্রচার পেয়েছে এবং যা দশর্কদের মন কেড়েছে।

তাঁর এই কাজে আন্তরিকতার সাথে যুক্ত ছিলেন তরুণ শিল্পী অর্পা মিত্র ভৌমিক, অন্বেষা পাল,তোরা,কেয়া,অদিতি,পপি, খুকুমণি,পূজা, অর্পণ মিত্র ভৌমিক, মৃদঙ্গ: বিষ্ণু বনিক, মন্দিরা: সুজন বিশ্বাস প্রমূখ। এই হারাতে বসা গান গুলো সংগ্রহ করেন এডভোকেট প্রণব ভট্টাচার্য, এবং ভিডিও সহযোগিতা করেছে প্রান্ত চৌধুরী।

তাহজিব আহমেদ চৌধুরীর কম্পোজিশনে ২ টি গানের একটি, আমার বাড়ি বাউনবাইরা আর দ্বিতীয় গানটি মেয়েলি গীত, আমরা জলে যাই ।