দাবি আদায়ের লক্ষে শিক্ষকদের অবস্থান কর্মসূচির ১৮তম দিন

লেখক: ফয়সাল মিয়া : (কুবি প্রতিনিধি) :
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বহিরাগত কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উভয়ের পদত্যাগ ও অপসারণের এক দফা দাবিতে নিয়ে ১৮ তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতি।

কর্মসূচির বিষয়ে শিক্ষক সমিতির কার্যকরী সদস্য আইনুল হক বলেন, এক দফা দাবিতে আমাদের চলমান কর্মসূচির ১৮তম দিন আজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অন্যায়, নিপীড়িত এবং শিক্ষকদের উপর হামলার কারণে উপাচার্য ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে আমাদের চলমান কর্মসূচি।

পাশাপাশি ম্যানেজমেন্ট বিভাগের এক জন শিক্ষক শাহিনুর বেগম তিনি সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপকে পদন্নোতি জন্য আবেদন করেছেন। কিন্তু তার সকল যোগ্যতা থাকার সত্বেও তাকে পদন্নোতি দেওয়া হয় নি। উপরন্তু ঐ বিভাগের জুনিয়র দুজন শিক্ষক যাদের একই বোর্ডে পদোন্নোতি দিয়ে সিনিয়র করা হয়েছে। সেটা শিক্ষক সমিতি থেকে সকল শিক্ষক জানেন। তার প্রতি চরম অন্যায় করা হয়েছে। তার প্রতি অন্যায়ের প্রতিবাদে আমরা সহাবস্থান নিয়েছি।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর অমিত দত্ত, জাহিদ হাসান এবং আইকিউএসির পরিচালক ড. রশিদুল ইসলাম শেখের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষকদের উপর হামলা করা হয়।