কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবসে বৃক্ষরোপন কর্মসূচি পালনের মাধ্যমে একাডেমিক কার্যক্রম বন্ধের প্রতিবাদ জানালো ১৭তম আবর্তনের নবীন শিক্ষার্থীরা।
২৮ মে (মঙ্গলবার) অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার প্রাসঙ্গিকতায় নবীন শিক্ষার্থীরা এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৭তম আবর্তনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আঠারো পেরিয়ে উনিশে পদার্পন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রতিবছর এ দিবসটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কিন্তু এ বছর ঘটল এর উল্টো ঘটনা। বিশ্ববিদ্যালয় দিবসে বন্ধ রয়েছে ক্যাম্পাস। দীর্ঘ এক মাস বিশ্ববিদ্যালয় বন্ধ যা এখনো চলমান রয়েছে। কবে খুলবে ক্যাম্পাস তার কোনো নিশ্চয়তা দেয়নি প্রশাসন। এতে ক্ষুব্ধ নবীন শিক্ষার্থীরা।
উপস্থিত শিক্ষার্থীরা মুক্তমঞ্চে দুই জাতের গাছ তেলসুর ও কৃষ্ণচূড়া লাগিয়ে বৃক্ষরোপণ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এই দুই জাতের গাছ লাগানোর মূল উদ্দেশ্য ছিল কুবির প্রশাসনকে একটি খুদে বার্তা দেওয়া যে দুটি গাছের যেমন ফুল হয় কিন্তু ফল হয়না তাই বিশ্ববিদ্যালয় যদি অচলাবস্তা ও সংকট চলতে থাকে তাহলে শিক্ষার্থীরা ফলবিহীন এক গাছে রুপান্তর হবে।
নৃবিজ্ঞান বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী মহসিনা আজ্ঞুম তালুকদার নোভা স্টুডেন্ট’স আইকে জানান,”প্রতিটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কে ঘিরে নিজের ক্যারিয়ার কেন্দ্রিক একটি বড় স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। আমরাও তার ব্যতিক্রম নই। আর বর্তমান পরিস্থিতি আমাদের সেই সুন্দর স্বপ্নের উপর একটি বিরূপ প্রভাব তৈরি করছে। আমরা দীর্ঘ একটি সেশন জটের আশঙ্কা করছি যেটা আমাদের ভবিষ্যতের স্বপ্ন গুলোকে পূরন করতে আমাদের মনবলকে অনেকটাই নড়বড়ে করে দিচ্ছে। আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে তাদের কোর্সগুলো যথাসময়ে শেষ হয়ে যাবে যার ফলে তারা তাদের কাঙ্ক্ষিত সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষা বা কর্মসংস্থানের সুযোগ পাবে যেগুলোতে আমরা হয়ত এই সময়টাতে পিছিয়ে পড়ার জন্য সুযোগহারা হয়ে পড়বো বলে আশঙ্কা করছি। সর্বপরি আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেকের স্বতঃস্ফূর্ত ক্যাম্পাস জীবনকে আবার ফিরে পেতে চাচ্ছি। যেখানে আমরা আমাদের স্বপ্ন পূরনের লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবো। কুবি যেন আমাদের গর্ব হয় হতাশা নয়”
আইসিটি ১৭ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ আসিফ স্টুডেন্ট’স আইকে জানান, ” প্রায় ১ মাস থেকে ক্যাম্পাস বন্ধ,এতে আমরা সেশনজটের আশংকায় ভীত।এমতাবস্থায় আমরা ১৭ তম আবর্তন ৭২ ঘন্টার মধ্যে ক্যম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিলাম।তবে ক্যাম্পাস না খোলার কারনে বিবৃতিতে বলা অবস্থান কর্মসুচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করি।বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চের পাশে অফলদ গাছ রোপন করি যা মুলত সেশনজটে পড়লে কুবি শিক্ষার্থীদের অস্তিত্ব থাকবে তবে জাতি যে ফল সময়ে আশা করে তা দিতে পারবেনা এরই প্রতিকীরূপে উপস্থাপিত হয়েছে।