মা, আর কটা দিন অনিয়ম করি?
সত্যি বলছি,আর কটা দিন!
এই ধরো, দিন পাঁচেক।
তারপর ঠিক শুধরে যাবো,
উঠবো ভোরে, পড়বো বই!
তোমার জন্য ছ্যাকবো রুটি,সাথে কড়া চা।
এইবার ঠিক গুছিয়ে নিবো,
আর সময় দাও ক’টা মা।
বিশ্বাস হয়না?
এই যে দেখো দিব্যি করছি,
প্রিয় কবিতা “কাজলা দিদি’র” নামে!
তাও যদি বিশ্বাস না হয়,
তবে লিখে তুলে রাখো খামে।
আর ক’টা দিন মা,
সন্ধ্যা হলেই ঘুমিয়ে পরবো,
জাগবো না আর রাত!
মুছবো স্মৃতি, নিবো বিরতি,
হবো জয়ী সৈনিক!
বড় যে হয়েছি মা,
দেখেছি মানুষ, পড়েছি চোখ!
মানুষের সংজ্ঞার মিল পেলেম নে,
তাই ভাবছি অমানুষ হবো!
আর ক’টা দিন মা,
সত্যি বলছি, শুধরে যাবো।