সহকর্মীদের সম্মাননা প্রদান করলো জবি সাদা দল

লেখক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশ: ২ years ago

নতুনভাবে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত সহকর্মী শিক্ষকদের সম্মাননা প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।

জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জবি সাদা দলের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।