ধর্ম অবমাননার অভিযোগে সনাতন বিদ্যার্থী সংসদ থেকে স্বপ্নিলকে বহিষ্কার

লেখক: ফয়সাল মিয়া, (কুবি প্রতিনিধি) :
প্রকাশ: ১ বছর আগে

ধর্ম অবমাননার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জিকে প্রচার সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) কুবি শাখা।

শুক্রবার (১৭ মে) সনাতন বিদ্যার্থী সংসদ এর সভাপতি শ্রী অজয় বর্মণ ও সাধারণ সম্পাদক শ্রীদীপ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়,“সনাতন বিদ্যার্থী সংসদ, কুবি শাখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তুলতে একটি সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের মূল লক্ষ্য দক্ষ ও নেতৃত্বযোগ্য কর্মী গড়ে তোলার পাশাপাশি সনাতন সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে ধারণ ও লালন করা এ সংগঠনের আদর্শ কখনোই ধর্মীয় উগ্রবাদ এবং কট্টরতাকে প্রশ্রয় দেয় না।” এতে আরো বলা হয়, “এমতাবস্থায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান
বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী শ্রী স্বপ্নীল.মুখার্জি’র ব্যক্তিগত কার্যক্রমের দায়ভার সনাতন বিদ্যার্থী সংসদ, কুবি শাখা বহন করে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে তার ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানায়। এমতাবস্থায় সংগঠনের বিধি অনুযায়ী তাকে সনাতন বিদ্যার্থী সংসদ, কুবি শাখার “প্রচার সম্পাদক” পদ হইতে বহিষ্কার করা হলো।”

বহিষ্কারের বিষয়ে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি অজয় চন্দ্র বর্মণ জানান,‘আমাদের পেইজ ডিজেবল হওয়ায় অফিসিয়ালি প্রেস বিজ্ঞপ্তি দেওয়াতে দেরী হয়েছে৷ সনাতন বিদ্যার্থী সংসদ কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেয় না। স্বপ্নীলের ব্যক্তিগত কর্মকান্ডের দায়ভার সংগঠন বহন করবে না। এই সংগঠন দক্ষ নেতৃত্ব তৈরির পাশাপাশি সনাতনী কৃষ্টি, সংস্কৃতিকে লালনপালন ও প্রচারে কাজ করে।অন্য কোনো ধর্ম ও মতকে আক্রমণ করে এমন কাজকে কখনো আমরা প্রশ্রয় দিইনি। তাই সনাতন বিদ্যার্থী সংসদ কুবিকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো কোনো বিভ্রান্তিতে বিশ্বাস না করার অনুরোধ জানাচ্ছি।”

উল্লেখ্য, গত (১৪ মে) মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে এ মন্তব্যের বিভিন্ন স্ক্রিনশট ভাইরাল হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোব সৃষ্টি হয় । কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী শ্রী স্বপ্নীল মুখার্জি ফেইসবুকের কমেন্ট ও পোস্টে ইসলাম ধর্ম নিয়ে অশালীন বক্তব্য,ফিলিস্তিনের নিয়ে অশালীন কথাবার্তা ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সঃ) কে নিয়া কটুক্তি করে। এ সংক্রান্ত খবর শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষোব সৃষ্টি হয়। কয়েকটি ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তার ফেসবুক আইডি থেকে গত ২০শে ফেব্রুয়ারি পোস্টের মন্তব্যে তিনি আসিফ আহমেদ নামে এক জন ব্যক্তিকে মেনশন করে বলেন, “হযরত যেখানেই যেত যুদ্ধ করতো। বদর না ফদর আরো কত কি নাম আছে। এলাকার মানুষগুলাকে একটা দিনও শান্তি দেয়নি।” তিনি একই ব্যক্তিকে মেনশন করে আরো মন্তব্য করেন, “এ জন্যই মুসলিমদের সাথে কথা বলি না কারণ তাদের ব্রেইন নাই। আফগানিস্তান নিয়ে কথা বলতে বলতে হিন্দুধর্মের দেবতা টেনে নিয়ে এসে বলে টপিকের মাঝে থাকতে।” তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) প্রতিবাদের ঝড় উঠেছে।তীব্র আন্দোলনের মুখে বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন স্বপ্নিলকে অস্থায়ী বহিষ্কার করে । এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার স্থায়ী বহিষ্কারের দাবি জানায় কুবির শিক্ষার্থীরা।