২৫ হাজার টাকার ক্রীড়া সামগ্রী পাবে কুবির প্রত্যেকটি বিভাগ ও হল

লেখক: কুবি প্রতিনিধি;
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগ ও আবাসিক হলসমূহের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ক্রীড়া সামগ্রী সরবরাহের লক্ষ্যে চাহিদাপত্র আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর। প্রত্যেক বিভাগ ও হলের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকার মধ্যে ক্রীড়া সামগ্রীর চাহিদা প্রেরণ করা যাবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক ও ক্রীড়া সামগ্রী ক্রয় কমিটির সদস্য সচিব মনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ক্রীড়া সামগ্রী ক্রয় কমিটি-২০২৫’ এর ১৯ আগস্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক বিভাগ ও হলের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকার মধ্যে ক্রীড়া সামগ্রীর চাহিদা প্রেরণ করা যাবে। নির্ধারিত ছক পূরণ সাপেক্ষে আগামী ২৮ আগস্টের মধ্যে দপ্তরে সরাসরি অথবা ই-মেইল
(physicaleducation@cou.ac.bd) এর মাধ্যমে এ চাহিদাপত্র জমা দিতে হবে।

শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক ও ক্রীড়া সামগ্রী ক্রয় কমিটির সদস্য সচিব মনিরুল আলম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার যতগুলো ইভেন্ট হয় সেগুলোর ক্রীড়া সামগ্রী ক্রয় করার জন্য প্রতিটি বিভাগ এবং আবাসিক হলসমূহে আমরা ২৫ হাজার টাকা করে বাজেট দিবো।’

শারীরিক শিক্ষা দপ্তর জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রম আরও বেগবান ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।