২৪ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ২ years ago

ইস্টার সানডে, পবিত্র শব-ই-কদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২৪ দিনের ছুটিতে থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল একাডেমি বন্ধ থাকবে তবে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত।
এদিকে ছুটিতে আবাসিক হল খোলা থাকবে কিনা জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধাক্ষ্য সহযোগী অধ্যাপক মো.জিয়া উদ্দিন বলেন, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নে তা আমরা নোটিশ আকারে শিক্ষার্থীদের জানিয়ে দেবো।
বিশ্ববিদ্যালয় ছুটি নিয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আফরাজ আহমেদ জানান ”দীর্ঘ বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছে যেমন আনন্দের। তেমনি সেমিস্টার সিস্টেম হওয়ার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। সাম্প্রতিক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে প্রশাসনের তা নিরসনে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীদের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে । ইদের পরবর্তী সময়ে নিয়মিত ক্লাস হবে কি না তা নিয়েও শিক্ষার্থীদের মাঝে শঙ্কায় আছে। তাই প্রশাসনের উচিত সমসাময়িক সকল সমস্যা সমাধান করে ইদের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়া।
উল্লেখ্য, সাত দফা দাবি না মানায় ১৯ থেকে ২৭ মার্চ পর্যন্ত শ্রেণী কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি । তবে কোনো বিভাগে চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা থাকলে, তা চলবে। ঈদের ছুটির পর শিক্ষক সমিতি সাধারণ সভা ডেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে নিশ্চিত করেন শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের।