স্বপ্নের আলোয় ভরা এক অবিরাম যাত্রা

লেখক: মোঃ শহিদুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

দীর্ঘ পথযাত্রায় গমন _

কিছু ক্লান্তিভাব, কিছু বিষাদ, বিড়ম্বনা;
দূরে ঠেলে প্রাপ্তির আলোয় অবগাহনের হাতছানি।

প্রাপ্তি কি মিলে সর্বদা?
মিলুক বা না মিলুক,
প্রাপ্তির আশা অনেক দূর নিয়ে যায়।

যেমন শরতের কাশবনে,
সমীরণের হঠাৎ আগমনে,
কাশফুল ছুটে চলে দূর-দূরান্তে।
ছুটে চলা কাশফুল,
জানে না তার গন্তব্য কোথায়,
তবুও সে অবিরাম পথ পাড়ি দেয়।

অতিথি পাখির ডানায় ভর করে,
পাড়ি দিতে চাই।
দরিয়ার নীরের ন্যায় পাড়ি দিতে চাই।
কাছিমের ন্যায় পাড়ি দিতে চাই,
দেশ হতে দেশান্তরে।

দীর্ঘ পথযাত্রায় অনাগত শক্তির,
অপচেষ্টার বেড়ি বাঁধা না মানুক।
এই পথযাত্রা;
হোক কল্যাণের, হোক আনন্দধ্বনির।