স্বপ্ন

লেখক: শাহরিয়ার ইসলাম পল্লব
প্রকাশ: ২ years ago

তন্দ্রাহীনতায় জাগিছে নয়ন

কল্পনায় এ হৃদয়
তোমাকে দেখা হয়নি কভু
তবু হৃদয়ের আষ্টে-পৃষ্ঠ জুড়ে তুমি নামক কে যেন রয়।

তোমাকে নিয়ে লিখব বলে আমি
স্বপ্নে হাতছানি দেই রোজ
বাস্তবে সেই স্বপ্নগুলো
কোথায় যে হয় নিখোঁজ।

ঘুমন্ত শহরে তুমি এসে করো আরাজিত ভিড়
ঘুম ভেঙে দেখি জনমানবহীন চার দেয়ালে বন্দী ঘরে আমি এক ক্লান্ত পথিক;
কাটবে না কি কখনো এই ক্লান্তি-বিষাদ
ফুরিয়ে যাবে সময়
তোমাকে দেখা হয়নি কভু
তবু হৃদয়ের আষ্টে-পৃষ্ঠ জুড়ে তুমি নামক কে যেন রয়।

স্বপ্ন!এই স্বপ্নেই!
তুমি ডাকো আমায় প্রিয় ডাক নামে
বাস্তবে মরীচিকা তুমি
খুঁজে পাবো কি তোমায় এ জীবনে।