সোনালী সকালের আয়োজনে দর্পন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: তাওসিদ আলম তাজিম, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১০ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়া ৩রা জানুয়ারী ২০২৫ সোনালী সকালের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দর্পন সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ শুক্রবার সকাল ৯টায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে ১৫০ জনেরও বেশি শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন সোনালী সকালের প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাসীর। এতে বিতর্কের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মো: হারিছুর রহমান, হুমায়ারা আদিবা কথা,সানিউন রহমান, মুহয়ী শারদ,জান্নাতুল পকুনাছ, মেহেদী হাসান উজ্জ্বল, রিয়াজুল মোর্শেদ মোয়াজ,তানজিনা নোভা,সায়ন সাহা নয়ন,কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সালাউদ্দিন, রেশমা দাবা প্রতিযোগিতা পরিচালনা করেন ইসরাত জাহান, ফাহিম মুনতাসির শান্ত, সায়ন সাহা নয়ন মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা পরিচালনা করে তাওসিদ আলম তাজিম।

দর্পণ সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক মো. জাহিদ হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনালী সকাল সংগঠনের সদস্য , হুমায়ুন কবির, মো: তানভীর ইসলাম,সাপাইয়া আক্তার স্বর্ণা, নূরজাহান রেশমা, তাবাসুম মৃধা, ফাহিম মুনতাসির, সাইফ আহমেদ বশির, তাওসিদ আলম তাজিম, রূপম সূত্রধর, জাহিদ হোসাইন, আইরিন মৃধা,প্রণব দেবনাথ, প্রহর আচার্য্য,ওয়াফিকুল ইসলাম আপন,হুসাইন ইসলাম জয়,ফাহিম মুনতাসির শান্ত ,সালাউদ্দিন, ইসরাত জাহান, শাহ আলম পালোয়ান।

প্রতিযোগিতায় ,বিতর্ক, দাবা, মিউজিক্যাল চেয়ার , ৩টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ আগামী ফেব্রুয়ারি মাসে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত সোনালী সকালের জমকালো প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে।