স্থগিত রাখা টুর্নামেন্ট চলমান রাখার সিদ্ধান্ত কুবি প্রশাসনের

লেখক: ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: ১১ মাস আগে
comilla university

লোক প্রশাসন ও ফার্মেসী বিভাগের খেলোয়াড়দের অশোভনমূলক আচরণের কারণে খেলা স্থগিত করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে খেলা আবারো চলবে বলে ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। এসময় তারা ‘প্রশাসন ধিক্কার ধিক্কার’, ‘অবৈধ সিদ্ধান্ত মানি না, মানবো না’, ‘টুর্নামেন্ট বন্ধ কেন, প্রশাসন জবাব চাই’, মাঠ যদি বন্ধ থাকে, তালা ঝুলবে প্রশাসনে’ ইত্যাদি স্লোগানে এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান করে টুর্নামেন্ট পুনরায় চালুর দাবি জানান। তাদের মতে, এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

মার্কেটিং টিমের ক্যাপ্টেন মুজিবুর রহমান বলেন, একটি ঘটনার কারণে পুরো টুর্নামেন্ট স্থগিত অযৌক্তিক। যাদের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বা সমস্যার দ্রুত সমাধান করা হোক। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে কঠোর পরিশ্রম করে টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিয়েছে। দুটি বিভাগের সমস্যার কারণে বাকি বিভাগের খেলাগুলো বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। এটি অন্যায় এবং খেলোয়াড়দের প্রতি অবিচার।

টুর্নামেন্টের আহ্বায়ক ড. সোহরাব উদ্দিন সৌরভ বলেন, আমি নিজেও একজন খেলোয়াড়। শিক্ষার্থী মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। তাই খেলা চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, যে দলগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আপাতত তাদের খেলা স্থগিত করে বাকি দলগুলোর খেলা চলবে।